শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নান্দাইলে বীরকামটখালী বাজারে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি 

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

নান্দাইলে-বীরকামটখালী-বাজারে-আগুন-অর্ধ-কোটি-টাকার-ক্ষতি 

নান্দাইলে-বীরকামটখালী-বাজারে-আগুন-অর্ধ-কোটি-টাকার-ক্ষতি 

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে লাগা আগুনে পুড়ল চার ব্যবসায়ীর স্বপ্ন। উপজেলার বীর বেতাগৈর ইউপির বীরকামটখালী দক্ষিণের বাজারে এ ঘটনা ঘটে। এতে চার ব্যবসায়ীর অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা যায়, আ. করিম মুন্সির অটোরিকশা চার্জের গ্যারেজ থেকে এই আগুনের সূত্রপাত। এখানে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে নজরুল ইসলামের লাইব্রেরি ও কসমেটিকসের দোকানে। 

নজরুল ইসলাম জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই, বাজারের থাকা লোকজন ফোন দিয়ে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। বাড়ি থেকে দ্রুত এসে দেখতে পাই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। কোন কিছু বের করব তার কোনো সুযোগ ছিল না।  আমার দোকানে ৩০ লাখ টাকার মালামাল ছিল, এছাড়া ডেকোরেশন ফার্নিচারসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নান্দাইলে বীরকামটখালী বাজারে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি 

তিনি আরো জানান, ফোন করার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছতে পারলে কিছুটা রক্ষা করা যেত। তারা ভুল করে অন্য রোডে চলে যায় সেখান থেকে ফিরে আসতে অনেকটা বিলম্ব হয়ে পড়ে। ততক্ষণে সব পুড়ে চাই। 

মিজানুর রহমান মিন্টুর ওষুধের দোকান পুড়ে অন্তত ৮ লাখ টাকা, মানিক মিয়ার দোকান পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রথমে যে দোকান থেকে আগুনের সূত্রপাত সে দোকানের চারটি ইজিবাইক পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি এ ঘটনায় সব মিলিয়ে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোরশেদ আলম আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, গত রাতে বাজারে লাগা আগুনে অন্তত অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী